‘আগামী নির্বাচনে ৪০০ আসনের মধ্যে ৩০০ পাবে এনসিপি’

আগামী নির্বাচনে ৪০০ আসনের মধ্যে তিনশ’ আসন এনসিপি পাবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটোয়ারী। রোববার (২২ জুন) বিকেলে এনসিপি নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে নির্বাচন কমিশন ভবনে গেলে, সেখানে তিনি এ কথা বলেন। 
আবেদনে তারা কলম, মোবাইল এবং শাপলাকে নির্বাচনি প্রতীক হিসেবে চেয়ে ইসিতে আবেদন করেছে বলেও জানান মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী।এর আগে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দেন তারা। এসময় আখতার হোসেন ও সারজিস আলমসহ নেতারা সঙ্গে ছিলেন।

নতুন দল নিবন্ধন আবেদনের আজ শেষ দিন।  আজ নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে জনতার দল, জনতার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিসহ বেশ কয়েকটি দল।

 নিবন্ধনের আবেদন শেষে জনতার দলের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শামিম কামাল বলেন, নতুন ধারার রাজনীতি করতে চায় তাদের দল। চাবি প্রতীক চেয়ে ইসিতে আবেদন করেছেন তারা।

আর জনতার পার্টি মহাসচিব শওকত মাহমুদ বলেন, সব শর্ত পূরণ করেই নিবন্ধনের জন্য আবেদন করেছে তারা। নিবন্ধন পাবেন এমন প্রত্যাশার কথাও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *