এবার রণবীর সিংয়ের সঙ্গে অ্যাকশন করবেন ববি 

নতুন এই সিনেমা নিয়ে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর ও ববি দুজনেই এই প্রজেক্টের জন্য দারুণ সিরিয়াস। তারা নিজেদের চরিত্রে ফুটিয়ে তুলতে যাচ্ছে একেবারে নতুন রূপ। এমনভাবে তাদের লুক পরিবর্তন করা হবে, যা দর্শক আগে দেখেননি। তাদের শারীরিক গঠনেরও উল্লেখযোগ্য রূপান্তর ঘটবে। ইতিমধ্যেই ফিজিক্যাল ট্রান্সফরমেশনের কাজ শুরু করে দিয়েছেন ববি দেওল। তার ইনস্টাগ্রামে পোস্ট করা সাম্প্রতিক ছবিতে দেখা গেছে, তিনি শরীরচর্চায় মনোযোগ দিয়েছেন এবং কঠোর অনুশীলনে রয়েছেন।

অন্যদিকে, রণবীর সিং বর্তমানে ‘ধুরন্ধর’ ছবির কাজের পাশাপাশি এই নতুন ছবির প্রস্তুতিও নিচ্ছেন। ধুরন্ধরের পরপরই তিনি এই সিনেমার জন্য পুরোপুরি সময় দেবেন বলে জানা গেছে।

শোনা যাচ্ছে, ছবিটি হবে স্টাইলিশ অ্যাকশন এবং চরিত্রনির্ভর একটি বড় স্কেল প্রজেক্ট, যা হিন্দি ছাড়াও দক্ষিণ ভারতীয় ভাষা—তামিল ও তেলেগুতেও মুক্তি পেতে পারে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও ববি দেওলকে আরও কিছু নতুন সিরিজে দেখা যাবে বলে জানা গেছে।

এই দুই তারকার একসঙ্গে পর্দায় আসা নিয়ে ইতোমধ্যেই দর্শকমহলে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে। ছবির নাম বা গল্প সম্পর্কে নির্মাতারা এখনও কিছু প্রকাশ করেননি। তবে বলিউডে এটি হতে চলেছে একটি অন্যতম বড় অ্যাকশন-এন্টারটেইনার সিনেমা। এখন অপেক্ষা শুধু অফিসিয়াল ঘোষণার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *