দেশের স্বাস্থ্যসচেতনতা ও ফিটনেস জগতের উন্নয়নে নতুন মাত্রা যোগ করলো এডুকর্প।
রাজধানীর এডুকর্প ভবনে আয়োজিত “Diet and Nutrition Workshop Series”-এ সফলভাবে অংশগ্রহণ করেন বিভিন্ন পেশার ফিটনেস কোচ, প্রশিক্ষক ও স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা।
প্রশিক্ষণ শেষে মূল্যায়নের পরে সবাই উত্তীর্ণ হয়ে অনলাইন ভেরিফায়েড সার্টিফিকেট অর্জন করেন — যা ছিল এ ধরনের প্রথম উদ্যোগ।
এই প্রশিক্ষণ কর্মশালার কোর্স পরিচালনা করেন বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য ও কোচ আব্দুল্লাহ আল খালেদ।
তিনি বলেন, “ট্রেইনাররাই একটি সুস্থ, সচেতন ও সবল জাতি গঠনের কারিগর। দক্ষ ও প্রজ্ঞাবান ট্রেইনার তৈরি করার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।”
এডুকর্পের প্রতিষ্ঠাতা আসিফ মুহাম্মদ বিন আলম বলেন, “দেশজুড়ে মানুষকে ফিটনেস ও পুষ্টি সম্পর্কে সচেতন করে তুলতে আমাদের এ ধরনের আয়োজন চলমান থাকবে ইনশাআল্লাহ।”
এডুকর্প দীর্ঘদিন ধরেই ট্রেইনার ডেভেলপমেন্ট, ফিটনেস এডুকেশন ও সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম চালিয়ে আসছে। অংশগ্রহণকারীদের মতে, ওয়ার্কশপটি সময়োপযোগী, আধুনিক এবং বাস্তবভিত্তিক ছিল।
এছাড়াও আগস্টজুড়ে থাকছে আরও ওয়ার্কশপ।
যেখানে Elite Workout Biomechanic Series এবং Diet and Nutrition Workshop Series-এর নতুন ব্যাচ, আরও থাকছে প্রশিক্ষণের বিভিন্ন ধাপ, প্র্যাকটিক্যাল সেশন এবং চূড়ান্ত মূল্যায়ন।