লিভারের প্রতিরোধযোগ্য এই রোগ সম্পর্কে কতটা জানেন

হেপাটাইটিস বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য এক বড় চ্যালেঞ্জ। প্রতিবছর হেপাটাইটিস ভাইরাসজনিত (হেপাটাইটিস এ, বি, সি, ই) লিভার রোগে আক্রান্ত হয় লাখ লাখ মানুষ; বিশেষ করে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাসে আক্রান্ত অনেকেই জানে না যে তারা সংক্রমিত। এই ‘নীরব মহামারি’ লক্ষণহীনভাবে শরীরে দীর্ঘদিন থেকে গিয়ে লিভার সিরোসিস ও ক্যানসারের মতো প্রাণঘাতী অবস্থার সৃষ্টি করে। এই রোগে প্রতিবছর ১৩ লাখের বেশি মানুষ মারা যায়। এমন বাস্তবতায় গতকাল ২৮ জানুয়ারি ‘বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৫’ পালিত হলো।

হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ সাধারণত পানি, খাদ্য ও মলবাহিত, যা ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্ত খাদ্যদ্রব্যের ব্যাপারে সচেতন হলেই রোধ করা যায়। অন্যদিকে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ আক্রান্ত মায়ের কাছ থেকে সন্তান যেমন সংক্রমিত হতে পারে, তেমনি অনিরাপদ রক্তসঞ্চালন ও যৌন সম্পর্কের মাধ্যমেও সংক্রমিত হতে পারে।

তবে আশার কথা হলো, হেপাটাইটিস প্রতিরোধযোগ্য। হেপাটাইটিস বি-র কার্যকর ও নিরাপদ টিকা রয়েছে। হেপাটাইটিস সি-র চিকিৎসাও এখন অনেক সহজলভ্য ও কার্যকর। সময়মতো পরীক্ষা ও চিকিৎসা গ্রহণই পারে সংক্রমণ রোধ করতে ও জীবন বাঁচাতে।
সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যশিক্ষা, গণমাধ্যমে সচেতনতামূলক প্রচার এবং কমিউনিটি পর্যায়ে টিকাদান কর্মসূচি হেপাটাইটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *