৩০ বছরের বেশি সময় ধরে হিমায়িত অবস্থায় সংরক্ষিত ভ্রূণ থেকে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের এক দম্পতি একটি পুত্রসন্তান জন্ম নিয়েছেন। এ ঘটনা একটি নতুন বিশ্বরেকর্ড স্থাপন করেছে বলে ধারণা করা হচ্ছে।
পিয়ারস দম্পতি সাত বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করার পর ৬২ বছর বয়সী লিন্ডা আরচারড ও তার সাবেক স্বামীর ইন ভিটরো ফার্টিলাইজেশনের (আইভিএফ) মাধ্যমে ১৯৯৪ সালে তৈরি করা একটি ভ্রূণ দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন।
যেখানে পিয়ারস দম্পতির ভ্রূণ স্থানান্তর করা টেনেসির রিজয়েস ফার্টিলিটি ক্লিনিক জানিয়েছে, তারা যেকোনো বয়স বা অবস্থার ভ্রূণকেই স্থানান্তরের লক্ষ্যে কাজ করে।
লিন্ডসে বলেন, তিনি ও তার স্বামী কোনো ‘রেকর্ড ভাঙার’ লক্ষ্য নিয়ে এটি করেননি, তারা কেবল ‘একটি সন্তান চেয়েছিলেন’।