ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় নির্মিত হতে যাওয়া এক সিনেমায় নাকি নায়ক রূপে দেখা যাবে যীশুকে।
এদিকে জানা যায়, অভিনেতা সৌরভ দাসের সঙ্গে জুটি বেঁধে ‘হোয়াই সো সিরিয়াস’ নামে প্রযোজনা সংস্থা খুলেছেন যীশু। যেখানে তাদের ‘মেন্টর’ হিসেবে থাকছে স্বয়ং মহেশ ভাট।
গুঞ্জন রয়েছে যীশু-সৌরভের প্রযোজনায় বহু বছর পরে পরিচালনায় ফিরতে পারেন বর্ষীয়ান এই পরিচালক। আবার এটাও শোনা যায়, ইন্দ্রদীপের আগামী ছবির প্রযোজনাও নাকি দুই অভিনেতা জুটির প্রযোজনা সংস্থাই করতে চলেছেন।
তবে এ বিষয়টি নিয়ে এখনো কিছু খোলাসা করেননি যীশু এবং সৌরভ। তবে তাদের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, যীশু-সৌরভ ইন্দ্রদীপের আগামী ছবির প্রযোজক নাও হতে পারেন। তবে তাদের প্রযোজনায় মহেশ ছবি পরিচালনা করতে চলেছেন।
ইতোমধ্যে পুরোদমে চিত্রনাট্য তৈরির কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী বছর হিন্দি ছবি প্রযোজনা দিয়ে বলিউডে পদযাত্রা শুরু করবেন দুই প্রযোজক-অভিনেতা।