মেসির ইনজুরি নিয়ে যা জানা গেল

নেকাক্সার বিপক্ষে লিগস কাপের ম্যাচে মাত্র ১১ মিনিট খেলেই মাঠ ছাড়েন লিওনেল মেসি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে উদ্বেগ- ইন্টার মায়ামির প্রাণভোমরা চোট পেয়েছেন! প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল, আর্জেন্টাইন মহাতারকা হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। তবে এবার এক অভ্যন্তরীণ সূত্রের বরাতে উঠে এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

ইএসপিএন আর্জেন্টিনার কন্ট্রিবিউটর ক্লদিও ফুটবল দাবি করেছে, মেসির হ্যামস্ট্রিংয়ে ‘টেন্ডারনেস’ এবং কিছুটা ‘ব্রুইজিং’ পাওয়া গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে ইন্টার মায়ামির পক্ষ থেকে এখনো কিছু নিশ্চিত করা হয়নি, তবে সূত্র বলছে, এটা বড় কোনো ছিঁড়ে যাওয়া ইনজুরি নয়- তবে কতদিন মাঠের বাইরে থাকবেন, সেটা এখনো বলা যাচ্ছে না।

এরই মধ্যে গুঞ্জন চলছে, মেসি অন্তত তিন থেকে চার সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন। এ ব্যাপারে মায়ামি হেরাল্ড-এর স্পোর্টস রাইটার মিশেল কাউফম্যান জানান, মেসির ইনজুরি মূলত ডান উরুর ওপরের দিকে এবং যদি সেটা সত্যি হ্যামস্ট্রিং হয়ে থাকে, তবে লিগস কাপের বাকি অংশে আর মেসিকে দেখা যাবে না।

ম্যাচের দশম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্স চিরে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ থেমে যান মেসি। মুহূর্তেই মাঠে বসে পড়ে চোটের ইঙ্গিত দেন। ফিজিও এসে দেখার পর তাকে সরাসরি বদলি করে নেওয়া হয়। মাঠ ছাড়েন নিজের পায়ে হেঁটেই, তবে মুখে ছিল অস্বস্তির ছাপ।

গোল করে দলকে সমতায় ফেরানো জর্দি আলবা বলেছেন, ‘এটা আমাদের দলের জন্য খুব কষ্টের যে ইতিহাসের সেরা খেলোয়াড় ইনজুরিতে পড়েছে। ওর গুরুত্ব বলে বোঝানোর কিছু নেই। আশা করি গুরুতর কিছু নয়।’

অন্যদিকে ম্যাচের প্রথম গোলদাতা তেলাসকো সেগোভিয়া জানান, ‘আমি মেসিকে জিজ্ঞেস করেছিলাম কেমন আছে। সে বলেছে ভালো আছে, তবে এখনো কোনো টেস্ট হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *