বৈরী আবহাওয়ায় ইয়েমেনের আবিয়ান উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। দেড়শ যাত্রী নিয়ে যাত্রা করা নৌকাটি উল্টে গেলে মাত্র ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। বাকিরা নিখোঁজ।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, মৃতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। ইয়েমেন এখনো হর্ন অব আফ্রিকা থেকে উপসাগরীয় দেশগুলোর পথে অভিবাসীদের একটি প্রধান রুট।
আইওএম বলছে, চলতি বছরেই ৬০ হাজারের বেশি অভিবাসী ইয়েমেনে পৌঁছেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে এই ঝুঁকিপূর্ণ পথে নৌকাডুবিতে কয়েকশ অভিবাসী মারা গেছেন।