স্টাফ রিপোর্ট: অভিনন্দন ও শুভ কামনা,ড. অমিতাভ সরকার। আমার মত পটুয়াখালীর অগনিত মানুষের প্রিয় ভাজন। ছিলেন পটুয়াখালীর জনপ্রিয় জেলা প্রশাসক ও বরিশাল বিভাগীয় কমিশনার। তিনি আজ অতিরিক্ত সচিব থেকে পদন্নোতি পেয়ে বিএডিসির চেয়ারম্যান থেকে সচিব হয়ে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। তার পদোন্নতিতে আমরা আনন্দিত। পটুয়াখালী জেলাবাসীর পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন ও তার আগামীর পথ চলায় শুভ কামনা।