জনতার কণ্ঠ নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাহাজাহানপুরে যাত্রীবাহী বাসের চাপায় আনোয়ারা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বগুড়ার শাহাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মাদ আলী জানান, রবিবার সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাজারে নাটোর-বগুড়া আঞ্চলিক মহাসড়কে ঘটনাটি ঘটে। আনোয়ারা উপজেলার আশেকপুর ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ঘাতক বাসটি আটক করেছে কুন্দুরহাট হাইওয়ে পুলিশ। তিনি জানান, যাত্রীবাহী একটি বাস সকালে পাবনা থেকে বগুড়া দিকে আসছিলো। বীরগ্রাম বাজারে আনোয়ারা রাস্তা পার হওয়ার সময় বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।