‘আমরা কি চাই নিজেরাই ঠিক জানি না’

জনতার কণ্ঠ ডেস্ক: এমনও অনেক মানুষ দেখেছি যারা তাদের প্রিয়জনকে ব্লকে রেখে অন্য কোনো একাউন্ট থেকে সেই মানুষটাকেই সার্চ করে ‘সি ফার্স্টে’ রাখে।

আবার এমনও দেখেছি চূড়ান্তভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে ‘গুড বাই’ একে অপরকে বলার পরেও, ইচ্ছাকৃতভাবে লাইক প্রেস করে বলে ভুল করে চলে গিয়েছে। সবকিছু শেষের পরেও তারা যেন অজানা আরেক শেষের অপেক্ষায় থাকে।
অনেক মানুষই চিৎকার করে তার প্রিয় মানুষ কে বলে উঠে ‘আমাকে একা থাকতে দাও’! আবার ভিতরে ভিতরে শব্দহীন বোবাকান্নায় বলে ফিরো এসো!

শেষ মুহূর্ত সময়েও মানুষ চায় তাকে পিছন থেকে কেউ ডাকুক, কেউ আকুলভাবে তাকে জড়িয়ে কাঁদুক! কিন্তু সে মানুষকে ছেড়ে যাবার মনের বাইরে চাকচিক্যময় কত আয়োজন!

অনেকেই শেষ হয়ে যাওয়া শেষকে স্মৃতির মস্তিষ্কে খোদাই করে রাখে। অনাকাঙ্ক্ষিত কোনো শুরুর স্বপ্ন দেখে। অথচ শেষের গল্পটির রচয়িতা সে নিজেই।

মানুষ নিজে ঠিক কি চায় এইটা বুঝতে তার পুরো একজীবন কেটে যায়। হতাশার ওপর পিএইচডি করে ফেলে তবু তা অজানাই থেকে যায়।

দিনশেষে এটাই প্রমাণিত হয়, আমরা কি চাই নিজেরাই ঠিক জানি না, আসলেই জানি না। এই জানার ক্ষমতা একান্ত সৃষ্টিকর্তা রাখে।

(ফেসবুক থেকে সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *