মসলার নকশায় গয়না তৈরি

জনতার কণ্ঠ ডেস্ক রিপোর্ট: বিভিন্ন মসলার আদলে গয়না তৈরি করে সম্প্রতি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ভারতের এক জুয়েলারি কোম্পানি। বিস্তারিত জানাচ্ছেন ফ্লোরিডা শুভ্রা রোজারিও কালের বিবর্তনে প্রকৃতির অনুপ্রেরণায় নানা রকম নকশার তৈরি গয়না এসেছে। তবে ফ্যাশনে ভারী গয়নার আবেদন এখন কিছুটা কম। বরং হালকা নকশাই সবার পছন্দের শীর্ষে। এর পাশাপাশি সবাই চায় অন্য রকম কিছু। আর সে লক্ষ্যেই সম্প্রতি দারুণ কাজ করেছে ভারতের প্রথম বায়ো-জুয়েলারি ব্র্যান্ড ‘ট্যানজারিন’।
মসলার নকশায় গয়না: গৎবাঁধা ডিজাইনের ধারা থেকে বের হয়ে তারা ফ্যাশনিস্টদের জন্য নিয়ে এসেছে ভিন্ন কিছু। এই জুয়েলারি ব্র্যান্ডের বিশেষত্ব হলো প্রাকৃতিক উপাদান যেমন বীজ, মসলা, ফুল, ফল ইত্যাদির আদলে জুয়েলারি তৈরি। শুনতে যেমন মজার, গয়নাগুলো দেখতেও বেশ সুন্দর।

ফুল-পাতার নকশার গয়না তো অনেক পরা হলো। কিন্তু ট্যানজারিন ব্র্যান্ডটির ‘স্পাইস কালেকশন’ ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে ভারতীয় তারকামহল থেকে শুরু করে সর্বস্তরের ফ্যাশনপ্রেমীদের কাছে।

প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিটি ভারতীয় রান্নাঘরের বড় অংশজুড়ে আছে, এমন সব মসলা ব্যবহৃত হয়েছে গয়নার নকশায়। এই কালেকশনে রয়েছে সোনা ও মুক্তার তৈরি দুল, লকেট, নেকপিস ও আংটি। দারুচিনি , এলাচি, স্টার অ্যানিস, লবঙ্গ, কালো গোলমরিচ, লং ছাড়াও নানা ধরনের মসলার আকৃতিতে বানানো জুয়েলারি সংগ্রহ রয়েছে তাদের।

মসলার নকশায় গয়না: মাত্র দুই বছরে গড়ে ওঠা এই জুয়েলারি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা সৃষ্টি ঘুনাওয়াত। তিনি পড়াশোনা করেছেন ডিজাইন ম্যানেজমেন্ট নিয়ে। গয়নার ডিজাইন ও মানের ব্যাপারে মনোযোগী হয়ে গড়ে তুলেছেন বায়ো-জুয়েলারি ব্র্যান্ড ট্যানজারিন। এই ব্র্যান্ডের সবকিছুই প্রাকৃতিক উপাদানে, প্রাকৃতিক জিনিসের আদলে তৈরি হয়।

এই গয়নাগুলো প্রকৃতিতে পাওয়া উপাদানগুলো সম্পর্কে নানা ধরনের বার্তা দিয়ে থাকে। প্রতিটি প্রাকৃতিক উপাদানেরই আছে ঔষধি, পুষ্টি বা অন্যান্য স্বাস্থ্য উপকারিতা। যেমন কালো গোলমরিচের আদলে তৈরি গয়না মনে করিয়ে দেয়, এ মসলা হলো অ্যান্টি-অক্সিডেন্ট ও স্বাদের পাওয়ার হাউস। অন্যদিকে মসলার রানি হিসেবে পরিচিত এলাচি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর ও হৃদ্‌রোগ উপশমকারী। আর এসব যখন হাতে, কানে কিংবা গলায় গয়না হিসেবে ব্যবহৃত হয়, তখন সবার চেয়ে আলাদা দেখাবে সেটাই স্বাভাবিক।

ভারত ছাড়াও আন্তর্জাতিক শিপিংয়ের সুবিধা রয়েছে ব্র্যান্ডটির। তাই গয়নাগুলো দেখতে ও কিনতে হলে ঢুঁ মারতে হবে জুয়েলারি ব্র্যান্ড ট্যানজারিনের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *