ছেলের বিয়ে ঠিক করেছেন বাবা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিয়ে হওয়ার কথা। কিন্তু বিয়েতে যাওয়া হলো না, চলে গেলেন না ফেরার দেশে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিয়ে বাড়িতে আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান বিষু পাল (৬৫)।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) সজিব ঘোষ। তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।